অযাচক আশ্রম-বাংলাদেশ
Ayachak Ashrama-Bangladesh
রহিমপুর, মুরাদনগর, কুমিল্লা, বাংলাদেশ
শুভেচ্ছা বাণী, ৫ই শ্রাবণ ১৪১৩/২২ই জুলাই, ২০০৬ইং
ড: অধ্যাপক এস. এম. এ. ফায়েজ, সাবেক উপাচার্য,ঢাকা বিশ্ববিদ্যালয় এবং প্রধান পৃষ্ঠপোষক, স্বামী স্বরূপানন্দ ফাউন্ডেশন

জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল মানব সমাজের সম্প্রীতির উদ্যোক্তা, প্রজ্ঞা ও পান্ডিত্য বৈভবে বিত্তবান, যশস্বী দার্শনিক, স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব এক ব্যতিক্রমী মহাপুরুষ। তিনি এ দেশের ই কৃতি সন্তান। যার মূল মন্ত্র হলো চরিত্র গঠন আন্দোলন। মানব কল্যাণের জন্য নিঃসন্দেহে এটা একটি যোগোপযোগী শ্লোগান যা মনুষ্যত্বের ভিত্তি স্থাপনের জন্য বিশেষ প্রয়োজন। তিনি শতাধিক গ্রন্থের প্রণেতা। তাঁর নামে দেশের শ্রেষ্ঠতম বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়েছে। এটা নিঃসন্দেহে অত্যন্ত আনন্দ ও উৎসাহের বিষয়। আজ স্বামী স্বরূপানন্দ ফাউন্ডেশন এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান সুন্দর ভাবে সুসম্পন্ন করতে পারায় আমি নিজেকে গৌরবান্বিত বোধ করছি। মানবকল্যান ও আলোকিত জীবন গঠন কল্পে ফাউন্ডেশনটি সক্রিয়ভাবে কাজ করবে এটা আমার ঐকান্তিক কামনা।

View
শুভেচ্ছা বাণী, ৫ই শ্রাবণ ১৪১৩/২২ই জুলাই, ২০০৬ইং
অধ্যাপক সৈয়দ আবুল কালাম আজাদ,সাবেক ট্রেজারার, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সভাপতি স্বামী স্বরূপানন্দ ফাউন্ডেশন,ঢাকা ।

উপমহাদেশের প্রখ্যাত মহাপুরুষ, আন্তঃধর্মীয় সম্প্রীতি ও সংহতির প্রবক্তা, মানব জীবনকে চরিত্র গঠনের মাধ্যমে পূর্ণ বিকাশের অন্যতম পথ প্রদর্শক। স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব আমাদের দেশেরই এক অনন্য কৃতি সন্তান জেনে আমি অনুপ্রানিত বোধ করছি। তিনি যে গ্রন্থ সমগ্র ও কবিতা গুচ্ছ রেখে গেছেন তাহা পাঠে শিক্ষা জীবনে অনুপম দৃষ্টান্ত রাখবে। সেই মহামনীষির নামে ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ফাউন্ডেশন 'প্রতিষ্ঠিত হয়েছে। আজ তারই উদ্বোধনী অনুষ্ঠানের এবং এ উপলক্ষে দেশের চারজন গুনী ব্যাক্তিদের সম্মাননা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। এটা একটি প্রশংসনীয় উদ্যোগ। ফাউন্ডেশনটির কর্মকান্ড ধারাবাহিকভাবে চালানোর লক্ষ্যে সকলের আন্তরিক সহযোগীতা কামনা করছি।

View
শুভেচ্ছা বাণী, ৫ই শ্রাবণ ১৪১৩/২২ই জুলাই, ২০০৬ইং
ডা: যুগল ব্রহ্মচারী, MBBS, আশ্রম অধ্যক্ষ, অযাচক আশ্রম-বাংলাদেশ, রহিমপুর, মুরাদনগর, কুমিল্লা

বিশ্বসভায় বাংলাদেশের গর্ব্ব ঢাকা বিশ্ববিদ্যালয়। যুগে যুগে অগণিত বিখ্যাত মনীষীর পুণ্য পরশের গৌরবের অধিকারী এ শিক্ষা প্রতিষ্ঠান। গুণীজন প্রসবিনী এ বিদ্যাপীঠ আমাদের সকলের নিকট বড় সম্মানের, বড় আদরের তীর্থ। এ মহান বিদ্যাপীঠ যেমন জগতকে বহু বহু মনীষী উপহার দিয়েছে তেমনি অগণিত মনীষীকে সম্মান দিয়ে নিজের করে নিয়ে এ বিদ্যাপীঠ ভবিষ্যতে গুণীজনদের আবির্ভাব- সম্ভাবনাকে করেছে উজ্জ্বল। প্রখ্যাত সাধক, সমাজ সংস্কারক, মরমী কবি, জীবনগঠনমূলক অগণিত গ্রন্থের স্রষ্টা সু- সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ, সু-গায়ক, মানব সমাজের স্থায়ী কল্যাণ নিশ্চিতকারী কর্মসূচী 'চরিত্রগঠন আন্দোলন'এর স্রষ্টা, চিন্তানায়ক বিশ্ববরেণ্য দার্শনিক, মহামনীষী অখণ্ডমণ্ডলেশ্বর শ্রীশ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব এদেশের এক শ্রেষ্ঠ সন্তান। 'বর্তমান ও ভবিষ্যতের প্রজন্ম যাতে এ মহা চিন্তানায়কের প্রবর্তিত মহান আদর্শের সঙ্গে পরিচিত হতে পারে এবং এ মহাজীবনের আলোকে জীবন গঠনের প্রেরণা লাভ করতে পারে সে সুযোগকে উন্মুক্ত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 'স্বামী স্বরূপানন্দ ফাউণ্ডেশন' গঠন করে আমাদের অশেষ কৃতজ্ঞতাভাজন হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় স্বামী স্বরূপানন্দ ফাউণ্ডেশন শ্রীশ্রীস্বরূপানন্দজীর সুমহান জীবনাদর্শের আলোকে এক জনশিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন করছেন এবং এ মহতী আয়োজনকে স্মরণীয় করে রাখার জন্যে স্মরণিকা প্রকাশ করছেন এ সংবাদে যুগপৎ আনন্দ ও উৎসাহ অনুভব করছি। মানবজীবনের দিব্যায়নের পথে এ উদ্যোগ মহতী দৃষ্টান্ত হিসাব চির উজ্জ্বল হয়ে থাকুক এ কামনা।

View
শুভেচ্ছা বাণী, ৫ই শ্রাবণ ১৪১৩/২২ই জুলাই, ২০০৬ইং
অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, সভাপতি, বিশ্বসাহিত্য কেন্দ্র, ঢাকা।

আলোকিত মানুষ তৈরির জন্য চরিত্র গঠন একটা প্রধান শর্ত। যে মানুষ চরিত্রবান নিঃসন্দেহে সে সমাজের একজন পথ প্রদর্শক। চরিত্র গঠনের প্রক্রিয়া যদি দীর্ঘ মেয়াদে চালানো যায় তবে আলোকিত মানুষ গড়ার স্থায়ী ভিত্তি স্থাপন করা সম্ভব। স্বামী স্বরূপানন্দজী সেই সুমহান কর্মযজ্ঞের অনুশীলনের কথা বলেছেন। তাঁর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ফাউন্ডেশনটি প্রতিষ্ঠিত হয়েছে তা 'সত্যিসত্যি গর্বের বিষয়। ফাউন্ডেশন প্রতিষ্ঠার ভেতর দিয়ে দেশের ঐ কৃতি সন্তানের পূর্ণ মর্যাদা দেওয়ায় আরো খুশি হয়েছি। স্বাবলম্বী এই মহামানবের কর্মকাণ্ড সকলের জীবনে শান্তি ও সম্প্রীতি ব'য়ে আনবে এই কামনা করি।

View
অযাচক আশ্রম-বাংলাদেশ
Contact Information
Address : প্রধান কার্যালয়: রহিমপুর, মুরাদনগর, কুমিল্লা
Phone : +880 - 000-000-00
Phone : admin@ayachakaashrambangladesh.com
Social Connectivities
Facebook
Google
LinkedIn
Copyright@2024 অযাচক আশ্রম-বাংলাদেশ