বিশ্বসভায় বাংলাদেশের গর্ব্ব ঢাকা বিশ্ববিদ্যালয়। যুগে যুগে অগণিত বিখ্যাত মনীষীর পুণ্য পরশের গৌরবের অধিকারী এ শিক্ষা প্রতিষ্ঠান। গুণীজন প্রসবিনী এ বিদ্যাপীঠ আমাদের সকলের নিকট বড় সম্মানের, বড় আদরের তীর্থ। এ মহান বিদ্যাপীঠ যেমন জগতকে বহু বহু মনীষী উপহার দিয়েছে তেমনি অগণিত মনীষীকে সম্মান দিয়ে নিজের করে নিয়ে এ বিদ্যাপীঠ ভবিষ্যতে গুণীজনদের আবির্ভাব- সম্ভাবনাকে করেছে উজ্জ্বল।
প্রখ্যাত সাধক, সমাজ সংস্কারক, মরমী কবি, জীবনগঠনমূলক অগণিত গ্রন্থের স্রষ্টা সু- সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ, সু-গায়ক, মানব সমাজের স্থায়ী কল্যাণ নিশ্চিতকারী কর্মসূচী 'চরিত্রগঠন আন্দোলন'এর স্রষ্টা, চিন্তানায়ক বিশ্ববরেণ্য দার্শনিক, মহামনীষী অখণ্ডমণ্ডলেশ্বর শ্রীশ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব এদেশের এক শ্রেষ্ঠ সন্তান। 'বর্তমান ও ভবিষ্যতের প্রজন্ম যাতে এ মহা চিন্তানায়কের প্রবর্তিত মহান আদর্শের সঙ্গে পরিচিত হতে পারে এবং এ মহাজীবনের আলোকে জীবন গঠনের প্রেরণা লাভ করতে পারে সে সুযোগকে উন্মুক্ত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 'স্বামী স্বরূপানন্দ ফাউণ্ডেশন' গঠন করে আমাদের অশেষ কৃতজ্ঞতাভাজন হয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় স্বামী স্বরূপানন্দ ফাউণ্ডেশন শ্রীশ্রীস্বরূপানন্দজীর সুমহান জীবনাদর্শের আলোকে এক জনশিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন করছেন এবং এ মহতী আয়োজনকে স্মরণীয় করে রাখার জন্যে স্মরণিকা প্রকাশ করছেন এ সংবাদে যুগপৎ আনন্দ ও উৎসাহ অনুভব করছি।
মানবজীবনের দিব্যায়নের পথে এ উদ্যোগ মহতী দৃষ্টান্ত হিসাব চির উজ্জ্বল হয়ে থাকুক এ কামনা।