চরিত্রগঠন দিবস
শ্রী শ্রী স্বামী স্বরুপানন্দ পরমহংস দেব কর্তৃক প্রবর্তিত ১লা জানুয়ারি চরিত্রগঠন দিবস হিসেবে পালিত হয়। চরিত্রগঠন দিবস উপলক্ষে সারা বাংলাদেশর সকল শিক্ষা প্রতিষ্টান, মঠ মন্দির সহ সকল অযাচক আশ্রমে বিষয় সমবেত উপাসনার আয়োজন করা হয় এবং চরিত্রগঠন এর তাৎপর্য নিয়ে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।